আগরতলা শহর জলমগ্ন, নৌকা দিয়ে বাসভবন থেকে অফিসের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২১ আগস্ট: জলমগ্ন রাস্তায় নৌকা দিয়ে বাসভবন থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এর আগে ত্রিপুরায় এভাবে বৃষ্টিপাত হয় নি। গত দুদিনে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ত্রাণ ও উদ্ধারকার্য নিয়োজিত রয়েছে ।রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে বন্যায় উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্যায় বাড়ি ঘর নষ্ট হওয়া ছাড়াও গবাদি পশু, রাস্তাঘাট, বিদ্যুৎ এবং কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।এনডিএফ, এাডিআরএফ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গায় জলবন্দি নাগরিকদের উদ্ধারকার্য পুরোদমে চালু রয়েছে। বিশেষ করে নদীর উপকূলবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে তৎপরতার সাথে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

পাশাপাশি এদিন তিনি বলেন, প্রশাসন সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে, অযথা বিভ্রান্তি ও গুজবে কান না দেওয়ার জন্য আমি জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। উদ্ভুত এই পরিস্থিতিতে, রাজ্যের আপামর জনগণের কাছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে ও প্রশাসনকে সাহায্য করতে সবিনয়ে অনুরোধ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *