আগরতলা, ২০ আগস্ট: টানা বৃষ্টিপাতে হাওড়া নদীর জলস্তর বেড়েই চলছে। ফলে, আগরতলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বলদাখাল,চন্দ্রপুর, শ্রীলঙ্কা বস্তি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে প্রশাসন সাথে এনডিআরএফ টিম।
প্রসঙ্গত, ত্রিপুরায় প্রবল বর্ষণে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়া নদীর জলস্তর ফুলেফেঁপে রুদ্র রূপ ধারণ করছে। তাতে আগরতলা শহরের চন্দ্রপুর থেকে রেশমবাগান ব্রিজ পর্যন্ত জাতীয় সড়ক প্লাবিত। তাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসডিআরএফ জওয়ানরা জলবন্দীদের উদ্ধার করছেন। এদিকে, ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ৩১ নং ওয়ার্ড এলাকায় হাওড়া নদীর জল ঢুকে যায় মানুষের বাড়িতে। আজ সকাল থেকে ওই এলাকার কাউন্সিলর অঞ্জনা দাস তার সহযোগী টিমকে নিয়ে বিভিন্ন বন্যা এলাকাগুলিতে যাচ্ছেন।
পাশাপাশি, পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন।তাছাড়া, প্রশাসনের তরফ থেকে ধলেশ্বরের স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে।