ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যস্তরীয় স্কুল ক্রীড়ার আসর শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শুরু হয়েছে স্কুল ক্রীড়ার জুডো এবং ফুটবলের রাজ্য আসর। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েই তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়েছে রাজ্যের তিনটি মহকুমায়। চলবে ২২ আগস্ট পর্যন্ত। অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ বয়স গ্রুপে জুডোর রাজ্যভিত্তিক স্কুল আসর পশ্চিম জেলার বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে জুডো হল-এ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। ‌একই সময়ে অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফুটবলের রাজ্য আসর গোমতী জেলার উদয়পুরে সূচনা হয়েছে। মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের আসর উনকোটি জেলাতে শুরু হয়েছে। এবং মেয়েদের অনূর্ধ্ব ১৪ ফুটবলের রাজ্য আসর সিপাহীজলা জেলাতে চলছে। এ বছর অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বয়স গ্রুপে রাজ্যভিত্তিক স্কুল আসর আয়োজন করছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। সেপ্টেম্বরের মধ্যে সব ক-টি ইভেন্টের প্রতিযোগিতা শেষ করতে হবে। মঙ্গলবার বিকেল পাঁচটায় বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ইনডোর হল-এ রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস জুডো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পায়মঙ মগ, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় ও নিখিল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ৮টি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে ২১৯ জন জুডো খেলোয়াড় এবং ১৮ জন অফিসিয়াল তিন দিনব্যাপী এই আসরে অংশ নিয়েছেন। ২২ আগস্ট তিনটি স্থানেই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস জুডো ও ফুটবল প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *