ত্রিপুরা থেকে রাজ্যসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত রাজীব ভট্টাচার্য্য

আগরতলা, ২০ আগস্ট: ত্রিপুরা থেকে রাজ্যসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য। আজ দিল্লিতে দীর্ঘ বৈঠক শেষে চার রাজ্যে নয়জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়েছে। 

এদিন রাজ্যসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং দলের রাষ্ট্রীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডাকে রাজীব বাবু সামাজিক মাধ্যমে বার্তায় বিনম্র চিত্তে ধন্যবাদ জানিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন, আমার উপর বিশ্বাস রেখে আমাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে যোগ্য মনে করার জন্য আমি সকলের কাছে চির কৃতজ্ঞ থাকব। ভারতকে বিশ্বগুরু বানানোর লক্ষ্যে তথা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া মার্গদশনে আগামী দিন কাজ করে যাব। সাথে তিনি দৃঢ় সংকল্পের সাথে জানিয়েছেন, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করে যাব। 

এদিকে, ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি সামাজিক মাধ্যমে রাজীব বাবুকে অভিনন্দন জানিয়েছে লিখেছেন, আপনি অবশ্যই জয়ী হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদচিহ্নে ত্রিপুরার উন্নয়নে কাজ করবেন। 

এদিন সাংসদ বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে বার্তায় লিখেছেন, ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *