ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আক্রমণ প্রতি আক্রমণের কোনও ঘাটতি ছিল না। শেষ বাঁশি বাজার ১২ মিনিট আগে জোসেফের গোল। টানা জয় লাল বাহাদুর ব্যয়ামাগারের। রাখাল শীল্ডে অপরাজিত লালবাহাদুর। নক আউট বীরেন্দ্র ক্লাব। প্রি-কোয়ার্টার ফাইনালের পর কোয়ার্টার ফাইনালের বাধাও টপকালো টিএফএ-র সভাপতি-র ক্লাব লালবাহাদুর ব্যায়ামাগার। খেতাবি লড়াইয়ে পৌঁছোনোর আগে আর মাত্র একটা হার্ডেল। ২২ আগস্ট প্রথম সেমিফাইনালে লাল বাহাদুর ব্যয়ামাগারকে এগিয়ে চলো সংঘের মুখোমুখি হতে হবে। খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। সন্ধ্যা ছয়টায়, ফ্লাড লাইটে। মঙ্গলবার বেলা তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার ন্যূনতম গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যদিও খেলাটি সোমবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ার কারণে খেলাটি পিছিয়ে আজ হয়েছে। জয় সূচক গোলের সন্ধানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা মূলতঃ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দুই দলের আক্রমণ ভাগের খেলোয়াররা গোলের সন্ধানে লড়তে থাকে। অবশেষে ৭৮ মিনিটের মাথায় জোসেফ লালনুন পুইয়া একটি গোল করে লাল বাহাদুর ব্যয়ামাগারকে ১-০ তে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে বীরেন্দ্র ক্লাবের ছেলেরা গোলটি শোধ করতে যথেষ্ট চেষ্টা করেও সুযোগ বের করতে পারেনি। উপরন্ত, লালবাহাদুর ব্যায়ামাগার জোসেফের জয়সূচক গোলে জয় ছিনিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যায়। জয় সূচক গোলদাতা জোসেফ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। এদিকে, খেলায় অসদাচরনের দায়ে বিজিত বীরেন্দ্র ক্লাবের সুমিত ধানুককে রেফারি পরপর দুইবার হলুদ কার্ড দেখিয়ে শেষ পর্যন্ত লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এছাড়া সুমন দেববর্মাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারী তাপস দেবনাথ, বিপ্লব সিংহ, রক্তিম সাহা ও সুকান্ত দত্ত।
2024-08-20