নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট:
সোমবার শতদল সংঘে রাখি বন্ধন উৎসব ও ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৬ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
সোমবার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৬তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালো আগরতলার আশ্রম চৌমুহনী শতদল সংঘ ক্লাবের পক্ষ থেকে।
এদিন অনুষ্ঠানকে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা বলেন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন ত্রিপুরার রূপকার । বর্তমানে আগরতলা শহর বীর বিক্রম কিশোর মানিকের অবদান বলেও তারা উল্লেখ করেন ।এছাড়া ক্লাবের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়।উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক অধীর দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবক রানা ঘোষ সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।