নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর হাসপাতালের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশের স্বাস্থ্য মহল। এই পরিস্থিতিতে অস্বাভাবিক মৃত্যু হল দিল্লি এইমস-এর এক চিকিৎসকের। দিল্লি পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসককে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে দিল্লি পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহ হতে পারে আত্মহত্যার কারণ। ফ্ল্যাটে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।দিল্লি পুলিশ জানিয়েছেন, নিহত চিকিৎসকের নাম ডাঃ রাজ ঘোনিয়া। তাঁর স্ত্রী স্যার গঙ্গা রাম হাসপাতালে একজন সিনিয়র রেসিডেন্ট (এসআর) এবং মাইক্রোবায়োলজিক্যাল বিভাগে কাজ করেন। তিনি ১৬ জুলাই গুজরাটের রাজপুরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ফোনে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তখন তিনি দ্বিতীয় তলায় বসবাসকারী ডাঃ আকাঙ্খাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তখনই ঘটনাটি প্রকাশ্যে আসে। ডাঃ রাজ প্রায় ১৫ দিন আগে প্রশিক্ষণ শেষ করে সম্প্রতি আমেরিকা থেকে ফিরেছিলেন। একটি সুইসাইড নোটও রেখে গেছেন তিনি।
2024-08-18