মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্টেট গেস্ট হাউসে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস ইনস্টিটিউটেড রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: স্টেট গেস্ট হাউসে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস ইনস্টিটিউটেড এর পক্ষ থেকে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 

রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টেট গেস্ট হাউসে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস ইনস্টিটিউট এর পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  উপস্থিত মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, রাজ্য পুলিশের মহানিদের্শক অমিতাভ রঞ্জন ,চিফ সেক্রেটারি জে কে সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডাঃ বিশাল কুমার সহ দপ্তরের আধিকারিকগণ।

এই রক্তদান শিবিরে মোট ৬০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছে। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউট এর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে অন্যান্য সংগঠনগুলিকেও এধরনের রক্তদানে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *