ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র পুরুষ ক্রিকেটারদের সিলেকশন ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে। রবিবার বেলা ১১ঃ০০ টায় এমবিবি স্টেডিয়ামে প্রাথমিক বাছাইকৃত ক্রিকেটাররা যথারীতি রিপোর্ট করেছেন। তিনজন কোচ যথারীতি ক্রিকেটারদের তালিম দেওয়ার বিস্তারিত সিডিউল জানিয়ে দিয়েছেন। টিসিএ থেকে বাছাইকৃত ৩৪ জন সিনিয়র পুরুষ ক্রিকেটারদের নিয়ে রবিবার থেকে এই সিলেকশন ট্রায়াল শুরু হয়েছে। আসন্ন ক্রিকেট মরশুমে জাতীয় আসরে সিনিয়র রাজ্য দল গঠনের লক্ষ্যে শিবিরের ক্রিকেটাররা হলো বিক্রম কুমার দাস, বিশাল ঘোষ, সম্রাট সূত্রধর, শ্রীদাম পাল, রজত দে, তেজস্বী জয়সোয়াল, রিমন সাহা, রিয়াজ উদ্দিন, জয়দীপ বনিক, নিরুপম সেন, বাবুল দে, শংকর পাল, শুভম ঘোষ, সৌরভ দাস, অজয় সরকার, মনি শংকর মুরাসিং, বিক্রম দেবনাথ, রানা দত্ত, অভিজিৎ সরকার, শাহরুখ হোসেন, বিপিন কুমার শর্মা, অপূর্ব বিশ্বাস, অর্জুন দেবনাথ, সঞ্জয় মজুমদার, পারভেজ সুলতান, সন্দীপ সরকার, চিরঞ্জিত পাল, দৈপায়ন ভট্টাচার্য, জয়দেব দেব, কৃষ্ণধন নমঃ, অমরেশ দাস, চন্দন রায়, জীবন জ্যোত সিং, মনদীপ সিং।
2024-08-18