আর জি করের ঘটনার নিন্দা করলেন সঞ্জয় সিং, দোষীদের কঠোর শাস্তির দাবি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। এই ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি। রবিবার সঞ্জয় সিং বলেছেন, “এই ঘটনাটি খুবই দুঃখজনক, সিবিআই তদন্ত করছে এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে… আমি দাবি করছি, এই ঘটনার জন্য দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত।”উল্লেখ্য, আর জি করের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রবিবার দশম দিনেও আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ অব্যাহত। বিচার চাইছেন তাঁরা। আন্দোলনে শামিল হয়েছেন দেশের প্রায় সমস্ত রাজ্যের ডাক্তাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *