কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): রবিবার ফের সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। আর জি কর-কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরপর তিন দিন তাঁকে জিজ্ঞাবাসবাদের জন্যে ডাকে।
আর জি কর কাণ্ডের পর থেকেই হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন হাসপাতালের চিকিৎসকেরা। এরই মাঝে সেমিনার রুমের পাশে তড়িঘড়ি সংস্কারের কাজ ঘিরেও নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অধ্যক্ষের নির্দেশেই নাকি ওই সংস্কারের কাজ হচ্ছিল। সিবিআই সূত্রে খবর, সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারীরা।