নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: রবিবার সকালে বড়জলায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে এলাকার জনগণ বড়জলায় পথ অবরোধ করেন।
৭৯ টিলা এলাকার অভিজিৎ দাস শনিবার রাতে উনার বড়জলাস্থিত শশুর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। রবিবার সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে পুর নিগমের তিন চাক্কার নাম্বার বিহীন গাড়ি উনাকে বড়জলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। উনার একটি পা ভেঙ্গে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি জিবি হাসপাতালে ভর্তি।
উনার পরিবারের লোকদের কথা অনুযায়ী একটি পা কেটে ফেলতে হবে। আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন তিনি। ইতিমধ্যেই পুর নিগমের গাড়ির চালককে চিহ্নিত করা হয়েছে । উনার নাম বাসুদেব রায়। কিন্তু উনি পালিয়ে গেছেন। বড়জলা এলাকাবাসী সকাল থেকেই রাস্তা অবরোধ করেন । তাদের দাবি এই এলাকা দিয়ে পুর নিগমের গাড়ি গুলি দ্রুত গতিতে চলে এবং একটা গাড়িরও কাগজপত্র ঠিক নেই। অবিলম্বে এই রাস্তায় গাড়ি চলাচলে গতি নির্ধারিত করে দিতে হবে , না হলে এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে।