বার্সেলোনা, ১৮ আগস্ট (হি.স.): গত মরসুমে লা লিগায় জাভি হার্নান্দেজের বার্সেলোনা ভালো লড়াই করতে পারেনি। নতুন মরসুমে কাতালানদের নতুন কোচ হয়ে এসেছেন হ্যান্সি ফ্লিক। পুরনো গুরুকে দেখে জ্বলে উঠেছেন রবার্ট লেভানদোভস্কি। তার নৈপুণ্যে ভ্যালেন্সিয়াকে হারিয়ে এবার লা লিগায় শুরুটা ভালোই করল বার্সেলোনা।
শনিবার মেস্তাইয়ায় স্বাগতিক ভ্যালেন্সিয়ার বিপক্ষে রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে ২-১ গোলে জয় পেল বার্সেলোনা। প্রথমার্ধের ৪৪ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু এই অর্ধেই যোগ করা সময়ে বার্সেলোনার হয়ে সমতায় ফেরান লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে জয় এনে দেন এই পোলিশ তারকা।