কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের প্রাক্তনী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: রাজ্যের মুক্তধারা অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের প্রাক্তনী সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ডঃ গঙ্গা প্রসাদ প্রসাইন।

ডঃ প্রসাইন তাঁর বক্তব্যে প্রাক্তনীদের সাফল্য এবং শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, “এই ধরনের অনুষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অবদানকে স্মরণ করিয়ে দেয় এবং আমাদের অনুপ্রাণিত করে ভবিষ্যতের জন্য আরও ভালো কাজ করতে। প্রাক্তনীরা যেভাবে তাঁদের শিক্ষা ও দক্ষতা দিয়ে সমাজে অবদান রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

এই অনুষ্ঠানে কিংস্টন এডুকেশনাল ইনিস্টিটিউট এর সেক্রেটারি মিসেস উমা ভট্টাচার্য এবং একাডেমিক উপদেষ্টা ডঃ মনীশঙ্কর চক্রবর্তীর পাশাপাশি ডঃ প্রসাইনের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও গৌরবান্বিত করেছে।

উমা ভট্টাচার্য তাঁর বক্তৃতায় প্রাক্তনীদের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রাক্তনী হলো যেকোনো প্রতিষ্ঠানের গর্ব। তারা শুধু প্রতিষ্ঠানকে গর্বিত করেন না, বরং ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকেন।”

ডঃ মনীশঙ্কর চক্রবর্তী তাঁর বক্তব্যে প্রাক্তনীদের জীবনে শিক্ষার গুরুত্ব এবং তাদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “আপনাদের সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের শিক্ষাপদ্ধতির একটি বিশেষ লক্ষ্য হলো আপনাদের জীবনে সফলতা এনে দেওয়া, এবং আপনারা সেটি প্রমাণ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *