ভোপাল, ১৮ আগস্ট (হি.স.): ফের ধর্ষণের অভিযোগ। এবার অকুস্থল মধ্যপ্রদেশ। সেখানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ৬৯ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেওহারিতে।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আইজি অনুরাগ শর্মা জানিয়েছেন, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একজন ৬৯ বছরের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।