ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম দিনেই চমক। পদক পেলো ত্রিপুরার জুডোকা।মেঘালয়ের শিলঙে আয়োজিত চতুর্থ ইস্ট ইন্ডিয়া ওপেন উইমেন্স লীগ জুডো চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী দিনে সাব জুনিয়র বিভাগে ৩২ কেজি গ্রুপে ত্রিপুরার প্রিয়াঙ্কা দাস ব্রোঞ্জ পদক পেয়েছে। এছাড়া, ৪০ কেজি বিভাগে শ্রাবন্তী দেবনাথ এবং ৪৪ কেজি বিভাগে তানিয়া দাস উভয়েই ফাইনালে প্রবেশ করেছে। উল্লেখ্য, উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের ৯ জন খেলোয়াড় এবারকার আসরে অংশ নিয়েছে। আগামী কুড়ি আগস্ট পর্যন্ত সেখানে ক্যাডেট, জুনিয়র ও সিনিয়র বিভাগের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। বলা বাহুল্য, এ নিয়ে তৃতীয়বারের মতো বিবেকানন্দ সেন্টারের জুডোকাররা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই টিম পাঠানোর মূল উদ্যোক্তা হচ্ছেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা তথা জুডোর প্রশিক্ষক মিহির শীল। তিনি সম্পূর্ণ নিজ খরচে তিন বছর ধরে এই টুর্নামেন্টে টীম পাঠিয়ে আসছেন। গত বছরে মনিপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টেও বিবেকানন্দ জুডো সেন্টারের খেলোয়াররা অংশ নিয়েছিল। এবং সেই আসর থেকে জুডো খেলোয়াররা দুইটি স্বর্ণপদক, দুইটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক পেয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছিল। শিলংয়ে আয়োজিত এবারকার আসর থেকেও বিবেকানন্দ সেন্টারের জুডো সেন্টারের জুডোকাররা সাফল্য অর্জন করে পদক জিতে আনবে বলে প্রত্যেকেই আশাবাদী।