আগরতলা, ১৭ আগস্ট: নিজ ঘর থেকে এক উপজাতি মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় রানীর খামার সন্ধি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই মহিলাকে তার স্বামীই খুন করেছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান পুলিশ আধিকারিক।
জানা গিয়েছে, আমতলী থানার অন্তর্গত রানীর খামার সন্ধি সংঘ ক্লাব সংলগ্ন কৃষ্ণ দাসের রাবার বাগানে কাজ করতেন এক দম্পতি। কাজ করার জন্য ধলাই জেলার ধূমাছড়া এলাকার বিশ্বজিৎ দেববর্মা এবং স্ত্রী সরি দেববর্মা রাবার বাগানের একটি বাড়িতে গত তিন বছর ধরে বসবাস করছেন। কিন্তু গতকাল রাতে নিজ ঘরে সরি দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করে আমতলী থানায় খবর পাঠিয়েছেন।
আজ সকালে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছে ফরেনসিক টিম সহ আমতলির এস ডি পি ও শংকর চন্দ্র দাস। পুলিশ মহিলার স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া হাসপাতাল পাঠিয়েছে।পুলিশ একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত শুরু করেছে। পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীদের ধারণা ওই মহিলাকে তার স্বামী খুন করেছে।