ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় ছিনিয়ে জুয়েলস অ্যাসোসিয়েশন কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টে জুয়েলস এসোসিয়েশন আগামী ২০ আগস্ট অন্তিম কোয়াটার ফাইনালে খেলবে। প্রতিপক্ষ কোন্ দল হবে তা স্থির হবে আগামীকাল চতুর্থ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্লাডমাউথ ক্লাব বনাম পুলিশ রিক্রিয়েশন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের পর। জুয়েলস অ্যাসোসিয়েশন মাঠে আজ, শনিবার অনেকটা পুরনো দিনের ঐতিহ্যকে তুলে আনতে সক্ষম হয়েছে। একসময়ের দ্বী মুকুট বিজয়ী জুয়েলস এসোসিয়েশন চার-এক গোলের ব্যবধানে আজ, শনিবার দুর্দান্ত জয় পেয়েছে ত্রিবেণী সংঘের বিরুদ্ধে। প্রথমার্ধের ১১ মিনিটের মাথায় রোহিত সিংয়ের গোল হজম করে ১২ মিনিট বাদে ত্রিবেণী সংঘের কেলভিন ডার্লং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনতে পারলেও পরক্ষণে আর হাল ধরে রাখতে পারেনি শহর দক্ষিণের ত্রিবেণী সংঘ। প্রথমার্ধেই জুয়েলস এসোসিয়েশন ২-১ গোলে এগিয়ে যায় ৪২ মিনিটের মাথায় রহিত সিং আরও একটি গোল করার পর। দ্বিতীয়ার্ধের খেলায় জুয়েলস এসোসিয়েশন সুযোগ বুঝে দুই মিনিটের ব্যবধানে পরপর দুটো গোল করে জয় নিশ্চিত করে নেয়। ৬৭ মিনিটের মাথায় নীলকান্ত সিং এবং দুই মিনিট বাদে বিনয় সিং এর গোল জুয়েলসকে আর পেছনদিকে তাকাতে হয়নি। তবে খেলার দুই অর্ধে খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী জুয়েলসের অমৃত ঘোষ এবং ত্রিবেণীর শুক্র কুমার, পবন ও লাল রিংকিমাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। গোল স্কোরার না হয়েও টিমটাকে মোটিভেটেড করে দলকে জয়ী করে তোলার পেছনে রজনীকান্ত সিংহের ভূমিকা অনেকটা ব্যতিক্রমী ঠেকেছে। স্বাভাবিক কারণে রজনীকান্ত পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রক্তিম সাহা, আদিত্য দেববর্মা, তাপস দেবনাথ ও সুকান্ত দত্ত। দিনের খেলা: সন্ধ্যা ছয়টায় ব্লাড মাউথ ক্লাব বনাম পুলিশ রিক্রিয়েশন ক্লাব।