খুঁটি পূজার মধ্য দিয়ে একদন্ত সামাজিক সংস্থার গণেশ পূজার প্রস্তুতি 

আগরতলা, ১৭ আগস্ট: বর্তমানে ত্রিপুরার একাধিক রাজ্যেই ঘটা করে গণেশ পূজা উৎসব অনুষ্ঠিত হয়। আজ জ্যাকসন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থার গণেশ পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হয়েছে। খুঁটি পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংস্থার সদস্য সদস্যা সহ এলাকার জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্যা সদস্য সহ এলাকার সকল অংশের লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে ত্রিপুরার একাধিক রাজ্যেই ঘটা করে গণেশ পূজা উৎসব অনুষ্ঠিত হয়। রাজ্যেও দেখতে দেখতে গণেশ পূজার সংখ্যা এবং পরিধি অনেকটাই বেড়ে গেছে। বিশ্বকর্মা পূজাকে টেক্কা দিয়ে এগিয়ে চলছে গণেশ পূজা। রাজ্যজুড়েই ছোট বড় গণেশ পূজা এখন মোড়ে মোড়ে দেখা যায়। তবে আগরতলা শহরে বড় আকারে দু তিনটে পুজো প্রত্যেক দর্শনার্থীদেরই নজর করে। তার মধ্যে জ্যাকসন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থার গনেশ পূজা দর্শনার্থীদের অনেকটাই নজর কাড়ে। এ বছরও তারা বড় আকারেই গণেশ পূজার আয়োজন করতে চলেছে। 

আজ গণেশ পূজাকে সামনে রেখে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে তাদের পূজা মন্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানান সংস্থার সদস্য। তিনি আরও বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গণেশ পূজা। চার দিনব্যাপীই থাকবে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন শিশু গীতা পাঠক ভাগবত প্রভু। পাশাপাশি অন্যদিন থাকবে ইসকন মিশনের অনুষ্ঠান এবং আরেকদিন থাকবে কলকাতা থেকে আগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। 

পাশাপাশি আগামী ২ সেপ্টেম্বর সংস্থা তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *