নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): হরিয়ানায় এক দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১ অক্টোবর। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ অক্টোবর। নিৰ্বাচন কমিশন জানিয়েছে, হরিয়ানায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। মনোনয়ন স্ক্রুটিনি হবে ১৩ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১ অক্টোবর (বুধবার) এবং ৪ অক্টোবর (শুক্রবার) ফল ঘোষণা হবে।শুক্রবার বিকেল তিনটে নাগাদ সাংবাদিক সম্মেলন করে হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “হরিয়ানায় মোট ৯০টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৭৩টি সাধারণ, এসসি-১৭ এবং এসটি-০। হরিয়ানায় মোট ২.০১ কোটি ভোটার রয়েছেন, যার মধ্যে ১.০৬ কোটি পুরুষ, ০.৯৫ কোটি মহিলা, ৪.৫২ লক্ষ প্রথমবারের ভোটার এবং ৪০.৯৫ লক্ষ তরুণ ভোটার। হরিয়ানার ভোটার তালিকা ২৭ প্রকাশিত হবে।”হরিয়ানার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই বিজেপি নেতা অনিল ভিজ বলেছেন, “এটা ভালো ব্যাপার যে হরিয়ানায় নির্বাচন ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। আমাদের দল ও কর্মীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।” হরিয়ানা কংগ্রেস প্রধান উদয় ভান বলেছেন, “আমরা স্বাগত জানাই এবং কংগ্রেস প্রস্তুত। কংগ্রেস দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।” হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেছেন, “কংগ্রেস প্রস্তুত এবং সব শ্রেণীর মানুষ কংগ্রেসকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।”
2024-08-16

