নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৬ আগস্ট: মেথির মিয়া রাস্তা ও মানিক ভান্ডার ষ্টিল ব্রীজ বেহাল দশার কারনে মানিক ভান্ডার — দাবাং, মেথির মিয়া ভায়া নাগবংশী, চলুবাড়ি ,মরাছড়া রাস্তা ওইসব গ্রামের গ্রামবাসীরা সকাল ৮ থেকে সেখানকার রাস্তা অবরোধ করেন।
দীর্ঘ ৯-১০ বছর ধরে মানিক ভান্ডার মেথির মিয়া, দারাং নাগবংশী, চলুবাড়ি সহ বিভিন্ন গ্রামের যাতায়াতের ধলাই নদীর উপর একমাত্র ষ্টিল ব্রীজ জরাজীর্ণ অবস্থায় আছে। প্রতিদিন স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, রোগী সহ নিত্য কাজে মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওইসব গ্রামের রাস্তা গুলি দীর্ঘ কয়েক বছর যাবত সংস্কার নেই। রাস্তার মধ্যে পুরাতন কার্পেটিং , ম্যাটেলিং উঠে বড় বড় গর্ত হয়ে আছে।
যার ফলে জনসাধারন যাতায়াতের ক্ষেত্রে প্রচন্ড দুর্ভোগে পড়েন। অতিষ্ট হয়ে গ্রামবাসীরা মানিক ভান্ডার ধলাই নদীর উপর ষ্টিল ব্রীজের কাছে। চলুবাড়ি চৌমাথায় রাস্তা ৪ঘন্টা যাবত অবরোধ করে রাখেন। এর ফলে জনদুর্ভোগ চরমে উঠে। তুমুল বৃষ্টিতেও দীর্ঘ ৬ ঘন্টা অবরোধ করা পর খবর পেয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম বিজয় ত্রিপুরা অবরোধ স্থানে আসেন।
এরপর বৃষ্টির মধ্যে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবীগুলি আগামী কয়েকদিনের মধ্যে পুরন করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এবিষয়ে ডিসিএম বিজয় ত্রিপুরা বলেন, ষ্টিল ব্রীজের টেন্ডার হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে। রাস্তার অবস্থা খারাপ। রাস্তা মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে এই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।