জম্মু ও কাশ্মীরের ভোটের নির্ঘন্ট ঘোষণা, ভোট প্রস্তুতি শুরুর কথা জানালেন ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে ৩ দফায় হবে বিধানসভায় নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম দফার ভোট হবে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার ভোট এবং ১ অক্টোবর তৃতীয় তথা অন্তিম দফার ভোট হবে। গণনা হবে আগামী ৪ অক্টোবর। ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই নির্বাচনী প্রস্তুতির কথা জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওম আব্দুল্লাহ।তিনি শুক্রবার বলেছেন, ৩ দফায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯৮৭-১৯৮৮-এর পরে, এই প্রথমবার জম্মু ও কাশ্মীরে নির্বাচন এত অল্প সংখ্যক পর্যায়ে পরিচালিত হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স এই দিনের জন্য প্রস্তুত ছিল। আমরা শীঘ্রই আমাদের নির্বাচনী প্রচার শুরু করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *