নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: ফটিকছড়া চা বাগানের আবাসিকদের মধ্যে জামাকাপড় ফল মিষ্টি ইত্যাদি তুলে দিয়েছে হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। স্বাধীনতা দিবস উপলক্ষেই এ ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে।
হাইকোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফটিকছড়া চা বাগানের আবাসিক দের মধ্যে জামা , কাপড় সহ ফল ,দুধ মিষ্টি তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিষ্টার এডমিন প্রদীপ চক্রবর্তী , এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি সন্দীপ দে , এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি উত্তম কুমার সাহা সহ , অনান্য সদস্য, সদস্যরা। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে। হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আগামী দিনেও এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসবে বলে তারা জানিয়েছেন।