এএফসি চ্যাম্পিয়ন্স লিগ: কঠিন গ্রুপে মোহনবাগান, প্রতিপক্ষ কারা

কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ কঠিন গ্রুপে রয়েছে মোহনবাগান। সবুজ-মেরুনের সঙ্গে রয়েছে কাতারের ক্লাব আল ওয়াকরাহ এসসি, ইরানের ক্লাব ট্যাক্টর এফসি এবং তাজাকিস্তানের এফসি রাভশান।

সম্ভাব্য সূচিও প্রকাশ করা হয়েছে। তাকে দেখা যাচ্ছে ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচ হতে পারে ১৭ বা ১৮ সেপ্টেম্বর। আর অ্যাওয়ে ম্যাচ হতে পারে ২৬ বা ২৭ নভেম্বর। ১ বা ২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে তাজাকিস্তানের রাভশানের মুখোমুখি হবে মোহনবাগান। ৩ বা ৪ ডিসেম্বর হোম ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও রাভাশান। কাতারের ক্লাব  আল ওয়াকরাহের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান খেলতে পারে ২২ বা ২৩ অক্টোবর। ৫ বা ৬ নভেম্বর হোম ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ হতে পারে আল ওয়াকরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *