নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)- প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার কেজরিওয়ালের সেই আবেদন শুনলো সুপ্রিম কোর্ট, এছাড়াও সুপ্রিম কোর্টে নিয়মিত জামিনের আবেদনও জানান কেজরিওয়াল। এএপি প্রধানের এই দুই আবেদনের প্রেক্ষিতে বুধবার সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে গত সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন কেজরিওয়াল। এছাড়াও নিয়মিত জামিনের আবেদন জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে তাঁকে জামিনের জন্য ট্রায়াল কোর্টে আবেদন জানাতে বলা হয়েছিল।
2024-08-14