নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট: জমি অধিগ্রহণের টাকা না মিটিয়ে দেওয়ায় সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত অফিস সিল করে দেওয়া হয়েছিল। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপাহীজলা জেলা শাসক সিদ্ধার্থ এস জয়সয়াল।তিনি বলেন, বিআরও কে নির্দেশ দেওয়া হয়েছিল জমির বকেয়া টাকা ল্যান্ড ইকুয়েশন কালেক্টর এর নিকট জমা করার জন্য। আদালত দুই মাসের সময় সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু আদালতের সময়সীমা বিআরও মেনে নেয়নি। বিআরও বিলগুলি জমা করেনি। তাই আদালতের রায়ে সেই অফিস কক্ষগুলি সিল করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিপাহীজলা ডিএম অফিসটি যে জমির উপর নির্মিত হয়েছে সেই জমির মালিককে জমির মূল্য ৫ কোটি টাকা এখনো দেওয়া হয় নি। বর্তমানে যে জায়গায় সিপাহীজলা জেলার ডিএম অফিসটি অবস্থিত সেই জায়গার প্রকৃত মালিক অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। জমির মূল্য না পেয়ে অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফে ২০২০ সালে আদালতে একটি মামলা করে।
এই জায়গাটির মূল্য ছিল তিন কোটির অধিক, বর্তমানে সুদ সমেত এই জায়গার দাম ৫ কোটি টাকার অধিক হয়েছে। দীর্ঘদিন মামলাটি চলার পর জুলাই মাসের ৩০ তারিখ আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ উক্ত মামলার রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে সোমবার বিকেলে সিপাহীজলা জেলাশাসকের অফিসে জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসটি সিল করে দেন।