আগরতলা,১৪ আগস্ট: ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে উদ্যোগে আজ উমাকান্ত স্কুলের সামনে থেকে উন্মুক্ত ক্রস ক্রান্টি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা সতব্রত নাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।
এদিন মহিলা বিভাগে তিন কিলোমিটার এবং পুরুষ বিভাগে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া, আজকের প্রতিযোগিতায় মোট ১০০ জন মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন।
এদিন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা সতব্রত নাথ বলেন, প্রতিবছরের মতো এবছর ও উমাকান্ত স্কুলের সামনে থেকে উন্মুক্ত ক্রস ক্রান্টি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ReplyForwardAdd reaction |