আগরতলা, ১৪ আগস্ট: পৃথক পৃথক অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ। গোপন সংবাদের ভিত্তিতে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করে।পাশাপাশি, ৬৭.৫ লক্ষাধিক টাকার ঔষুধ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিবৃতি আরও জানান, গতকাল বিএসএফ এবং সাব্রুম থানার যৌথ অভিযানে সন্দেহভাজন ২ জন ব্যক্তিক আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী বলে স্বীকার করেন। ভারতীয় দালালের সাহায্যে তারা ত্রিপুরাশ প্রবেশ করেছেন।
এদিকে, আরেকটি অভিযানে গতকাল গভীর রাতে সাব্রুম থানাধীন ছোটাখিল এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী বলে স্বীকার করেন। ভারতীয় দালালের সাহায্যে তারা ত্রিপুরাশ প্রবেশ করেছেন।
এদিকে, বিএসএফ বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই ব্যক্তি থেকে ৩৮৭ টি ব্রাউন সুগারের প্যাকেট জব্দ করে। পাশাপাশি একই ধরনের যৌথ অভিযানে পংবাড়ি ট্রাইজংশনে কাস্টমসের একটি দল একটি গাড়িকে আটক করে এবং ৬৭.৫ লক্ষ টাকার ঔষুধ বাজেয়াপ্ত করেছে।