নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ আগস্ট:বুধবার কমলপুর মহকুমা প্রশাসক ও নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে শোভাযাত্রা বের হয়। ১৫ আগস্ট দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার কমলপুর মহকুমা প্রশাসক ও নগর পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংস্থাদের নিয়ে জাতীয় পতাকা হাতে শহরের “হর ঘর তেরেঙ্গা” কর্মসূচিতে শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কমলপুর মহকুমা শাসক লাল রিং নেতা ডারলং সহ বিশিষ্ট জনেরা।এদিন শহরের টাউন হলের প্রাঙ্গণ থেকে হর ঘর তেরেঙ্গা শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নগর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসের সামনে সমাপ্ত করা হয়। তাছাড়া সালেমা সিঙ্গিনালা পঞ্চায়েতের উদ্যোগে হর ঘর তেরেঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
2024-08-14

