নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট:সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭জন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে পশ্চিম জেলার জেলাশাসক মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেন।পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৭জন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পশ্চিম জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার নির্বাচিত জেলা পরিষদের প্রত্যেক সদস্যের হাতে সার্টিফিকেট তুলে দেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা শাসক ডক্টর কিরণ কুমার বলেন, পশ্চিম জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জেলা প্রশাসন কাজ করবে। কোথাও কোন ধরনের সমস্যা থাকলে জনপ্রতিনিধিরা জেলা প্রশাসনের নজরে আনবেন এবং জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি জানিয়েছেন।এদিন জেলাশাসক আরো বলেন, প্রশাসনিক কাজকর্ম করতে গিয়ে অজান্তে ভুল ত্রুটি হতেই পারে। এসব ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে প্রশাসনকে সঠিক পথে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলাশাসক। তিনি আরো জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানপর্ব শেষ হওয়ার পর শীঘ্রই জেলা পরিষদের সদস্য সহ প্রত্যেককে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করানো হবে।
2024-08-13

