আগরতলা, ১৩ আগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের চিকিৎসক পড়ুয়ারা। হত্যাকান্ডের সাথে জড়িত অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবিতে আজ জিবি হাসপাতাল এবং এজিএমসির চিকিৎসক পড়ুয়ারা বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছিল। তার পর তাঁকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরই প্রতিবাদে বিগত কিছুদিন যাবৎ বিভিন্ন রাজ্যে চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এরই প্রতিবাদে আজ জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভে সামিল হয়েছেন।
এক চিকিৎসক পড়ুয়ারা জানিয়েছেন, হাসপাতালেও মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নেই। তারই প্রমাণ গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখা গিয়েছে। কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে আজ বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। তাঁদের দাবি, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ করা, অতিসত্বর হত্যাকান্ডে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক।