ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিয়ম রক্ষার ম্যাচ ছিল। ত্রিপুরা স্পোর্টস স্কুল জয় পেলো। ঘরোয়া বি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হলো। ম্যাচের শেষে মাঠেই এবারকার বিজয়ীদের পুরস্কৃত করা হলো। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া বি-ডিভিশন লীগ ফুটবলের অন্তিম ম্যাচ তথা এনএসআরসিসি ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলা দিয়ে আজ মঙ্গলবার এবারকার টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় খেলা শুরুতেই দুদলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকে। উদ্দেশ্য একটাই ছিল, শেষ ম্যাচে জয় পেয়ে ঘরে ফেরা। প্রথমার্ধে গোল শূন্য ড্র, দ্বিতীয়ার্ধের খেলায় আরও কিছুটা তেজিভাব এনে দেয়। তবে প্রথম ১০ মিনিটেই ত্রিপুরা স্পোর্টস স্কুলের আক্রমণভাগের খেলোয়াররা ম্যাচের মূল্যবান কাজটুকু সেরে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে এনএসআরসিসি-র ফুটবলাররা নিজেদের সেট করতে না করতেই সাত মিনিটের মাথায় বিলাস দেববর্মা এবং তার তিন মিনিট বাদে বিমল রিয়াং পর পর দুটো গোল ত্রিপুরা স্পোর্টস স্কুলকে ২-০ তে লিড এনে দেয়। পরবর্তী সময়ের খেলাতে দুদলের আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে গোলমুখী তীক্ষ্ণ নজর চোখে পড়লেও তৃতীয় গোলের সন্ধান দু দলের কেউ দিতে পারেনি। শেষ পর্যন্ত বিলাস, বিমলের জোড়া গোলে স্পোর্টস স্কুল জয় ছিনিয়ে ঘরে ফেরে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজিত এনএসআরসিসি-র চীরু দেববর্মাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, জামাল হোসেন, সুশান্ত দাস ও লিটন সাহা। যদিও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রানার্সের হিসাব আগেই মিটে গেছে। তবুও এই জয়ের সুবাদে ত্রিপুরা স্পোর্টস স্কুল আরও একধাপ এগিয়ে এবারের টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। খেলা শেষে মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এবারকার বি-ডিভিশন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কল্যাণ সমিতির খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় প্রাইজ মানিও। তবে রানার্স খেতাবধারী স্কাইলার্ক কিন্তু আজ, মঙ্গলবার অনিবার্য কারণে ট্রফি গ্রহণ করতে আসেনি। অনুষ্ঠানে উপস্থিত রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার সহ অন্যান্যরা চ্যাম্পিয়ন কল্যাণ সমিতির খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। টিএফএ-র সকল কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
2024-08-13

