আগরতলা, ১২ আগস্ট: আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উৎযাপন করা হবে। এই কর্মসূচিকে সফল করার লক্ষে এনসিসির উদ্যোগে এক র্যালির আয়োজন করা হয়েছে। এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা সহ অন্যান্যরা।
এদিন মুখ্যসচিব জে কে সিনহা বলেন, সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি অভিযান বাস্তবায়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়নে র্যালির আয়োজন করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, পাশাপাশি আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উৎযাপন করা হবে।

