হাইলাকান্দি (অসম), ১২ আগস্ট (হি.স.) : হাইলাকান্দিতে জেলা গ্রন্থাগার আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এসআর রঙ্গনাজনের জন্ম দিবস গ্রন্থাগারিক দিবস হিসেবে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে এক আলোচনাসভার আয়োজন করা হয়। বিশিষ্ট প্রাবন্ধিক হরনাথ চক্রবর্তীর পরিচালনায় সভায় বিভিন্ন বক্তা জ্ঞান আহরনে বই পড়ার বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আজকাল মুঠোফোনে উপলব্ধ সার্চ ইঞ্জিনগুলি থেকে প্রাপ্ত তথ্য থেকে আহরণ করা জ্ঞান সাধারণভাবে সবারই জানা। কিন্তু বিশিষ্ট লেখকদের অভিজ্ঞতার নির্যাস থেকে প্রাপ্ত জ্ঞান আহরণ করতে হলে বই পড়তেই হবে। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলে আনন্দ উপভোগ করতে হবে। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সুশান্তমোহন চ্যাটার্জি, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী, বিশিষ্ট চিত্রশিল্পী নান্টু দে। বিশিষ্ট বাচিকশিল্পী শংকর চৌধুরীর পরিচালনায় আলোচনাসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ উপলক্ষ্যে শিশুদের মধ্যে একটি বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।
2024-08-12