মুর্শিদাবাদ, ১২ আগস্ট (হি.স.): মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত চাঁদনী চক বিওপির কাছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে এক মাঝবয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। সোমবার দুপুর পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিএসএফের তরফে সুতি থানায় দেহটি হস্তান্তর করা হয়। ইতিমধ্যেই মৃতদেহটি জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি ভারত থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময়ে বিএসএফের তরফে গুলি চালানো হয়। তাতেই আহত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।তবে প্রাথমিক ভাবে মৃতের শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি। প্রসঙ্গত, শনিবার রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চর পিরোজপুর এলাকা থেকে বাংলাদেশের আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের নেতা আব্দুল কাদিরকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। জানা গিয়েছে, প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টায় ছিলেন আব্দুল। এরপরেই সীমান্ত এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে, মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন বলেই জানা গিয়েছে। গ্রামবাসীদের দাবি, মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক।