কলকাতা, ১২ আগস্ট (হি.স.): কলকাতা লিগে সোমবারের ম্যাচে নামার আগে সমসংখ্যক খেলায় দুটো দলেরই পয়েন্ট সমান ছিল। তাই চ্যাম্পিয়নশিপ -এর প্রশ্নে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছে। শেষমেশ এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল ১ গোলে হারাল ভবানীপুরকে। এই ম্যাচ জিতে গ্রুপ বি-তে ইস্টবেঙ্গল শীর্ষে পৌঁছে গেল। ৮ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ ২২ পয়েন্ট। ভবানীপুরের ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। খেলার সাত মিনিটে ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে গোল করেন লাল-হলুদের জেসিন। বাকি সময়টা ভবানীপুর চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি। এই ম্যাচ জয়ের ফলে ইস্টবেঙ্গল সুপার সিক্স–এ সুবিধা পাবে ।
2024-08-12

