মহিলাদের অলিম্পিক ফুটবল: ব্রাজিলকে হারিয়ে ফুটবলে পঞ্চমবার সোনা পেল আমেরিকা

প্যারিস, ১১ আগস্ট (হি.স.): অলিম্পিকে সোনা জিতল আমেরিকার মহিলা ফুটবল দল। প্যারিসে শনিবার রাতে পিএসজির মাঠে ফাইনালে ব্রাজিলকে ১ গোলে হারাল আমেরিকা। এই নিয়ে পাঁচবার অলিম্পিক চ্যাম্পিয়ন হলো আমেরিকার মেয়েরা। আর তিনবার অলিম্পিকের ফাইনালে উঠে তিনবারই রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে। ম্যাচের ৫৭ মিনিটে একমাত্র গোলটি করেন আমেরিকার ম্যালরি সোয়ানসন।প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেও গোল পায়নি ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ার পর বদলি নামলেন কিংবদন্তি মার্তাকে। কিন্তু তিনিও পারলেন না দলকে সমতায় ফেরাতে।