মধ্যপ্রদেশে ভেঙে পড়ল প্রশিক্ষণের বিমান, আহত ২ পাইলট

গুনা (মধ্যপ্রদেশ),১১ আগস্ট (হি. স.)  : মধ্যপ্রদেশের গুনা জেলায় ভেঙে পড়ল প্রশিক্ষণের বিমান। আহত হয়েছেন দুই পাইলট। রবিবার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন একটি বেসরকারি  এভিয়েশন অ্যাকাডেমির বিমানটি আকাশে ওড়ে। দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণের বিমানে দুজন পাইলট ছিলেন। দুপুর ১.৩০টা নাগাদ আচমকাই তা ভেঙে পড়ে। এতে দুই পাইলট আহত হন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

গুনার পুলিশ আধিকারিক দিলীপ রাজোরিয়া জানিয়েছেন, এদিন দুপুরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। সম্ভবত ইঞ্জিনের সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটে। দুই পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁরা সংকটমুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।