আগরতলা, ১০ আগস্ট: রাখি বন্ধন উৎসব আর হাতেগোনা কয়েকদিন বাকি। ইতিমধ্যেই দোকানে দোকানে রাখি সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতিবছরই রাখি বন্ধন উৎসব এর আগে ব্যাপক সংখ্যায় রাখি বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ১৯ শে আগস্ট রাখি বন্ধন উৎসব। ইতিমধ্যেই বাজারে রংবেরঙের রাখি এসে পৌঁছে গেছে। চাহিদা রয়েছে ভালো বলে জানান দোকানিরা। ডটকমের যোগেও রাখি বন্ধন উৎসবের গুরুত্ব কিন্তু মোটেই কমেনি। বরং রাখিবন্ধন উৎসবের গুরুত্ব আরো বেড়েছে। ভাইয়ের সাথে বোন রাখি বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকেন। রাখি বন্ধন উৎসব এখন আর শুধুমাত্র নিজের ঘরে ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রাখি বন্ধন উৎসবকে সার্বজনীন রূপ দিয়েছে। গত বেশ কয়েক বছর ধরেই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে মেলবন্ধনকে আরও সুদৃঢ় করার উপায় হিসেবেই এ ধরনের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো।
2024-08-10