আগরতলা,১০ আগস্ট: দপ্তরের আধিকারিক ও কর্মীদের গাফিলতির কারণে সরকারি পরিশোধিত পানীয়জল থেকে বঞ্চিত গিরিবাসীরা। মুঙ্গিয়াকামী ব্লকের অধীন বিভিন্ন ভিলেজ এলাকায় পানীয়জলের সমস্য দীর্ঘ বছর ধরেই চলে আসছিল। এনিয়ে ডেপুটেশন, সড়ক অবরোধ সহ নানা আআন্দোলন ঘটেছে বিগত সময়ে।
ব্লকের অন্তর্ভুক্ত বিভিন্ন ভিলেজ গুলোর মধ্যে প্রত্যন্ত বলে পরিচিত রয়েছে নোনাছড়া, কাকড়াছড়া, বিলাইহাম, আঠারো মুড়ার একটা অংশ সহ আরও কয়েকটি ভিলেজ।বিশেষ করে বিলাই হাম এলাকার মানুষের জলের সমস্যার কথা চিন্তা করে এলাকার জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রায় ১৫০ পরিবারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল বছর দুই আগে। মানুষের কথা মাথায় রেখে তাদের জন্য গত দুবছর পূর্বে বিলাইহাম এলাকার মানুষকে পরিশোধিত পানীয়জল সরবরাহের জন্য সরকার ডি ডাব্লিউ এস দপ্তরের মাধ্যমে পাইপ লাইন করে জলের ব্যবস্থা করেদেয়।
অভিযোগ, সরকারের দেওয়া বন্দোবস্ত বাস্তবে মানুষের কোন কাজে আসছেনা। কারন সাপ্লাই পয়েন্ট গুলোতে যে জল আসে তা সম্পুর্ন পানের অযোগ্য । এলাকার বাসিন্দাদের অভিযোগ ডিভডাব্লিউ এস মুঙ্গিয়াকামী অফিসের গাফিলতির কারনেই আইরন মিশ্রিত জল প্রতিনিয়ত সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে বারবার মুঙ্গিয়াকামী ডি ডাব্লিউ এস অফিসে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে বাধ্য হয়ে ছড়া কিংবা পাহাড়ের ঢাল বাহীত জলই ব্যবহার করছে তারা। গর্ত বা এই ধরনের জল পান করে প্রতিনিয়ত নানা রোগে ভুগছে এলাকার শিশু থেকে বৃদ্ধ। এদকে জল সরবরাহ করার দ্বায়িত্বে থাকা পাম্প অপারেটর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অকপটে এর সত্যতা স্বীকার করেন ।
তিনি জানান উনি নিজে কয়েকবার মুঙ্গিয়াকামী ডি ডাব্লিউ এস অফিসে গ্রাম বাসিদের সমস্যার কথা জানিছেন। কিন্তু অফিসের বাবুরা কোন কিছুই করেনি। এদিকে যেহেতু এলাকার জলের পাম্প চালানোর দ্বায়িত্ব উনার, স্বাভাবিক ভাবে সাধারণ মানুষ উনাকেই নিত্য দিন চাপ দিচ্ছে দ্রুত সমস্যা সমাধানের জন্য। স্থানীয়দের অভিযোগ সরকার তাদের জন্য পানীয়জল সরবরাহের ব্যবস্থা করার পর অফিসের কর্মিদের কারনে দীর্ঘদিন যাবৎ আইরন মিশ্রিত জল দেওয়াহচ্ছে। এখন এই সমস্যার দ্রুত সমাধান চাইছেন এলাকার বাসিন্দারা।