আগরতলা, ১০ আগস্ট: তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। আজ মান্দাই-র খরাঙ কমিউনিটি হলে রাজ্য সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তেলেঙ্গানার রাজ্যপাল শ্রী দের্ববমা বলেন, মান্দাইতে আজ তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপালের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয়েছে। তাতে আজ মান্দাইয়ে ইতিহাস তৈরী হয়েছে। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।
তাঁর কথায়, ত্রিপুরা থেকে এই প্রথমবার কেউ রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে। আগে এখনো এইভাবে ত্রিপুরাকে সম্মান দেওয়া হয়নি। ত্রিপুরার প্রতিনিধি হিসেবে তেলেঙ্গানায় কাজ করব। তেলেঙ্গানায় নতুন অভিজ্ঞতা নিয়ে কাজ করব।