ফটিকরায় বিধানসভায় দুটি আসনে ফের ভোট গ্রহন, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৯ আগস্ট: ফটিকরায় বিধানসভার মশাউলি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর কেন্দ্রের ৭ এবং ৮ নম্বর আসনে ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চায়েত ভোট। কুমারঘাটের রিটার্নিং অফিসার তথা ব্লক তত্বাবধায়ক ডক্টর সুদীপ ভৌমিক জানিয়েছেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীদের ব্যালট পেপার বিতরনে ত্রুটির কারনে সেই কেন্দ্রে মাঝপথে ব্যাহত হয় ভোট প্রক্রিয়া। ফলে সেই কেন্দ্রে শনিবার ফের নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষনা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই সেই কেন্দ্রের জন্য চূড়ান্ত হয়ে গেছে ভোট প্রস্তুতি। পৌছে গেছে ব্যালট পেপার থেকে সমস্ত ভোট সরঞ্জাম। পুনঃভোটকে নির্বিঘ্নে সাঙ্গ করতে জোর দেওয়া হয়েছে নিরাপত্তার বিষয়ে।
বৃহষ্পতিবার সম্পন্ন হয়েছে গ্রাম পঞ্চায়েত, জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির জন্য ভোটগ্রহন।

কিন্তু একাংশ ভোটকর্মীদের ভুলে কুমারঘাট ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতে ফের নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষনা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। স্থানীয় প্রশাসন এখন ব্যস্ত পুনঃনির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে। নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী বৃহষ্পতিবার সমগ্র ত্রিপুরার সবকটি ব্লক এলাকায় অনুষ্ঠিত হয়েছে গ্রামপঞ্চায়েত, জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি গঠনের নির্বাচন।

গোটা রাজ্যের সাথে এদিন ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধিন ২৭২টি গ্রাম পঞ্চায়েত ১৫টি পঞ্চায়েত সমিতি এবং ৬টি জিলা পরিষদের মধ্যে কয়েকটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হওয়ায় ২৪৩ টি গ্রাম পঞ্চায়েত এবং ১৪ টি পঞ্চায়েত সমিতি ও সংশ্লিষ্ট জিলা পরিষদের আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন। ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনার মধ্যে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শেষ পর্যন্ত ভোট পরেছে ৮৩ শতাংশ।
আগামী ১২ই আগষ্ট হবে ভোট গননা। কুমারঘাটের পঞ্চায়েত সমিতির হলঘরে ভোট গননাকে অবাধ ও শান্তিপূর্নভাবে সাঙ্গ করতে প্রস্তুতি চূড়ান্ত বলে জানালেন রিটার্নিং অফিসার। এককথায় ভোট প্রক্রিয়া নিয়ে বর্তমানে ব্যস্ততা তুঙ্গে প্রশাসনিক স্তরে।