মনির হোসেন,ঢাকা,আগষ্ট ০৯।। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী ও তাদের উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী। শুক্রবার (৯ আগস্ট) বিকালে শাহবাগ ও আশপাশের এলাকার বাসিন্দারা সেখানে জমায়েত হন।
সমাবেশ থেকে তারা নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব এবং সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের ওপর সব ধরনের হামলা রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া জাতীয় সংসদের ১০ শতাংশ আসন সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করার আহ্বান জানিয়েছেন তারা।
সমাবেশে অংশ নেওয়া নয়ন চক্রবর্তী বলেন, এই দেশ সবার। আমরাও এখানে নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য কেউ ক্ষমতায় এলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই। তার কথায় সমর্থন দিয়ে জয়দেব কুমার নামের আরেকজন বলেন, আমরা সারা দেশ থেকে এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই। যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নেওয়া হোক।