অ্যাথলেটেদের সুইডেন সফর শুরু আজ মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসো-র শুভেচ্ছা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ব্যাপক আয়োজনে অ্যাথলেটদের শুভেচ্ছা জানানো হলো আজ। মাস্টার্স এথলিটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।  ত্রিপুরার ৬ জন মাস্টার্স অ্যাথলেট সুইডেন সফরে রওয়ানা হচ্ছে আগামীকাল । অ্যাথলেটদের শুভেচ্ছা জ্ঞাপন করা হলো আজ শুক্রবার, ২৬তম বিশ্ব মাষ্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া ৬ জন অ্যাথলেটকে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় সেন্ট্রাল রোডস্থিত অভিজাত হোটেলে শুভেচ্ছা জানানো হয়েছে ওই অ্যাথলেটদের। ১৩-২৫ আগষ্ট সুইডেনের গুটেনবার্গে অনুষ্ঠিত হবে বিশ্ব মাষ্টার্স অ্যাথলেটিক্সের আসর। ওই আসরে দেশের জার্সি গায়ে জড়িয়ে পদক জয়ের জন্য নামবেন ত্রিপুরার জবা পাল দত্ত, শেফালী বর্ধন, মিতালী দেবনাথ, অর্চনা বণিক, মমতা নাথ এবং কাজল চন্দ্র দাস। ওই ৬ অ্যাথলেটকে শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি স্বপন সাহা,  তপন ভট্টাচার্য, সচিব আশিস পাল, সাঁইয়ের খেলো ইন্ডিয়া মুখ্য উপদেষ্টা ডঃ সূর্যকান্ত পাল, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ড. সুজিত রায়, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় এবং নিখিল সাহা, বিশিষ্ট অ্যাথলেটিক্স কোচ ধীরেন্দ্র দেবনাথ, শঙ্করলাল ভট্টাচার্য, অমিয় দাস, প্রণব অখণ্ড সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে সুইডেনগামী অ্যাথলেটদের শুভেচ্ছা জানান এবং প্রত্যেকেই সংক্ষিপ্ত ভাষণে তাঁদের সাফল্য কামনা করেছেন। আর্থিক অনুদান প্রদানের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন যেমন টিএনজিসিএল, রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদ সহ সংশ্লিষ্ট সকলকে মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।