প্রতিবেশীর শেষকৃত্যে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:
প্রতিবেশীর শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরা হলো না রানা ধরের। নদীতে পড়ে মৃত্যু হয়েছে তার।  বৃহস্পতিবার বিকেল ৫টায় গোলাঘাটি বুড়িমা নদীতে ভেসে উঠে রানা ধরের  মৃতদেহ।  খবর পেয়ে ছুটে আসেন টাকারজলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা সহ টিএসআর জওয়ান। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

জানা যায় বুধবার বিকেলে গোলাঘাটি এলাকার কৃষ্ণ শীল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গোলাঘাটি বুড়িমা নদীর তীরে মহাশ্মশান ঘাটে মৃত কৃষ্ণ শীলের শেষকৃত্য  করতে গিয়েছিলেন এলাকাবাসীর সাথে অনিল চন্দ্র ধরের ছেলে রানা ধর।  বুধবার রাতে  শেষকৃত্য সম্পন্ন করার পর শ্মশানবাসী প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে যায়। এলাকাবাসী জানান  গতকাল শেষকৃত্য সম্পন্ন করতে গোলাঘাটি বুড়িমার মহাশ্মশান ঘাটে গিয়েছিল। মহাশ্মশান ঘাটে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়ায় বুড়িমা নদীতে পড়ে যায় সে। অনেকের ধারণা অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে তার জলে পড়ে মৃত্যু হয়েছে।