ছত্রাক থেকে বেরোচ্ছে ধোঁয়া, এলাকা জুড়ে চাঞ্চল্য, ব্যাখ্যা দিলেন যুক্তিবাদী সংগঠন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৭ আগস্ট:
কেউ বলছিলো মিথেন গ্যাস। আবার কেউ বলছিলো অন্য কিছু। আম গাছের ছত্রাক থেকে বেরুচ্ছে ক্রমাগত ধোঁয়া। এ যেন এক আজব কান্ড। কিছু মানুষ ঘটনাটিকে দেখে ভয় পেয়েছেন। আবার কিছু মানুষ কৌতুহলী হয়ে উঠেছেন এই ঘটনা দেখে। কয়েকদিন যাবত এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।

তবে ঘটনাটি জেনোডার্মা ছত্রাক নির্গত বাষ্প থেকেই। এর সত্য উদঘাটন করলেন কমলপুর এক যুক্তিবাদী সংগঠনের পক্ষ থেকে। ঘটনা,কমলপুর মহকুমা সদরের প্রাণকেন্দ্র পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার বিএসএনএল অফিসের সন্নিকটের বাসিন্দা অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী দিলীপ দেবের বাড়ির আমগাছে।

কমলপুর নগর পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ দেব ‘র জ্যেষ্ঠ পুত্র দিবাকর দেব জানালেন, বাড়ির পাশের আমগাছে একটি ছত্রাক জাতীয় জিনিস থেকে অনবরত ধোঁয়া নির্গত হচ্ছে। এরকম সচরাচর দেখা যায় না বলে এ নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।

দিবাকর দেব জানালেন, এই বিষয়টি যে ছত্রাক সে নিয়ে কোন সন্দেহ না থাকলেও সন্দেহ ও কৌতূহল তৈরি হয় ধোঁয়া নিয়ে। এই বিষয়ের শেষ পর্যন্ত কৌতূহল নিবৃত্ত করেন কমলপুর যুক্তিবাদী সংগঠনের পক্ষে বিজ্ঞান শিক্ষিকা সোমা দাস এবং উনার স্বামী যুক্তিবাদী কর্মী তথা কমলপুর নগর পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল ঘোষ । উনারা  জানালেন এই ছত্রাক জেনোডার্মা প্রজাতির ছত্রাক। আর এই ধোঁয়া আসলে ধোঁয়া নয় ছত্রাক থেকে নির্গত বাস্পীভবন।

শিক্ষিকা সোমা জানান, আজ সকালে পরিদর্শন শেষে এই ছত্রাকটি গাছ থেকে কেটে নিয়ে আসা হয় যুক্তিবাদীর পক্ষ থেকে। এই সত্য সামনে আসায় এ নিয়ে কোন অপপ্রচার তৈরি হওয়ার সুযোগ আর রইল ন।