নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট:
৮ই জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ২০২৪ এর ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচন ২০২৪ এ বামুটিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৩টি আসন, গ্রাম পঞ্চায়েতের ২টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই ভোটগ্রহণ প্রক্রিয়াকে সামনে রেখে নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা দিলেন ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে।
এই বিষয়ে বামুটিয়া ব্লকের বিডিও আমিতাভ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সকাল ৭টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এবং চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পাশাপাশি তিনি ব্লক এলাকার জনগণের প্রতি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে সৌহার্দ্য এবং শান্তিপূর্ণভাবে ভোট দানের আহ্বান রাখেন।

