আগরতলা, ৭ আগস্ট : পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে স্বামীর হাতে রক্তাক্ত হয়েছেন স্ত্রী। গতকাল রাতে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরর্বতী সময়ে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত মামালা দায়ের করেন নির্যাতিতা স্ত্রী।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা শহীদ মিয়া এবং স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। পরর্বতী সময়ে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে শহীদ মিয়া উত্তেজিত হয়ে লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করে বলে অভিযোগ। তাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
আরও জানা গেছে, শহীদ মিয়ার স্ত্রী বাড়িতেই একটা ছোটখাটো চায়ের দোকান রয়েছে। আশপাশের এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে আনন্দনগর দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।
এদিকে আজ সকালে নির্যাতিতা স্ত্রী আমতলী থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেছেন। তবে এই ধরনের ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা শহীদ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

