কলকাতা, ৬ আগস্ট (হি.স.) : উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জারি থাকছে কমলা সতর্কতা। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরেও। এর মধ্যে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। আর তার প্রভাবেই বৃষ্টি জারি রয়েছে বাংলায়। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকার উপর দিয়ে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সীমান্তে বিস্তৃত। পাশাপাশি এদিন দক্ষিণবঙ্গেও ফের বাড়তে পারে বৃষ্টি। এদিন ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি বাকি জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
2024-08-06

