রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ

কৈলাসহর, ৫ আগস্ট : ঊনকোটি জেলার কৈলাসহরের গোলকপুর চা বাগানের ৩নং ওয়ার্ড এলাকার রাস্তাটি  সংস্কারের দাবিতে এলাকার লোকজন সোমবার বিক্ষোভে  শামিল হন।

কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গোলকপুর চা বাগানের ৩নং ওয়ার্ড এলাকার রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল বেলা বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্থানীয়রা জানায় বিগত বেশ কিছু বছর ধরে ওই এলাকায় রাস্তা সংস্কারের কাজ হচ্ছে না। যার ফলে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়।  সামান্য বৃষ্টি হলেই জল কাঁদায় একাকার হয়ে যায় উত্তর রাস্তাটি। কচিকাঁচাদের স্কুলে যেতে  অসুবিধার  সম্মুখীন হতে হয়। পাশাপাশি গর্ভবতী মহিলা কিংবা মুমূর্ষ রোগীদের হাসপাতাল নিয়ে যাওয়া একপ্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। 

এলাকাবাসীরা সোমবার সকালবেলা রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায়। উনারা বলেন যদি এই রাস্তাটি সংস্কার না হয় তাহলে উনারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন ।